স্টাফ রিপোর্টার : শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২০২১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সরকারী শারীরিক শিক্ষা কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, রাজশাহীর ক্রীড়াঙ্গন আবারো খেলাধূলায় মেতে উঠেছে। এমনটিই দেখতে চেয়েছিলাম। আগামী কাউন্সিলর গোল্ডকাপ টুর্নামেন্ট সহ বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করা হবে। নতুন খেলোয়াড় তৈরি ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধূলার বিকল্প নেই।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির ও ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মোঃ খাদেমুল ইসলাম, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ ফিরোজ কবির সেন্টু, মহানগর আওয়ামী লীগ সদস্য ও ১৬নং ওয়ার্ড সভাপতি সৈয়দ মন্তাজ আহমেদ, রাজশাহী সিল্ক ফ্যাশানের প্রোপাইটার মোঃ আব্দুল কাদের মুন্না, রাজশাহীর বিশিষ্ট সমাজসেবক মোঃ গাজী সালাহ উদ্দিন, শাহমখদুম থানা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মহিদুল ইসলাম মোস্তফা।
শহীদ এএইচএম কামারুজ্জামান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল খেলায় মুখোমুখী হয় সেন্টু লুইশপাড়া ও মথুরডাঙ্গা বয়েজ দল। খেলার নির্ধারিত সময়ে মথুরডাঙ্গা বয়েজ দলকে ৩ – ০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে সেন্টু লুইশপাড়া।
আরবিসি/২৭ ফেব্রুয়ারি/ রোজি