আরবিসি ডেস্ক : ছোটদের জনপ্রিয় কার্টুন সিরিজ ‘কুংফু পান্ডা: লিজেন্ডস অব অসামনেস’ ও ‘দ্য পঙ্গেুইনস অব মাদাগাস্কার’। এছাড়াও অ্যানিমেশনপ্রেমীদের কাছেও প্রিয় সিরিজ এগুলো। এবার সবার জন্যই সুখবর।
বাংলা ভাষায় ডাবিং করা হলো হলিউডের সাড়া জাগানো সিরিজ দুটি। যা পয়লা মার্চ থেকে প্রচার শুরু হবে দুরন্ত টিভিতে।
‘কুংফু পান্ডা: লিজেন্ডস অব অসামনেস’ প্রচারিত হবে সকাল ১০টায়, দুপুর ১টা ৩০ ও রাত ৮টা ৩০ মিনিটে। ‘দ্য পঙ্গেুইনস অব মাদাগাস্কার’ প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে, দুপুর ২টায় ও রাত ৯টায়।
এই দুটি কার্টুন সিরিজ এরইমধ্যে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে সব বয়সী মানুষের কাছে। এবার দর্শকরা বাংলা ভাষায় উপভোগ করতে পারবে পছন্দের কার্টুন সিরিজগুলো।
ছোটদের বিভিন্ন আয়োজন নিয়ে সবসময় হাজির হয় দুরন্ত টেলিভিশন। সেই ধারাবাহিকতায় অন্যান্য অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হতে চলেছে এই দুই নতুন থ্রিডি অ্যানিমেশন সিরিজ।
বিশালদেহী পান্ডা পো ও তার বন্ধুদের মজার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘কুংফু পান্ডা: লিজেন্ডস অব অসামনেস’। অন্যদিকে চার পঙ্গেুইন বন্ধুর দারুণ মজার অভিযান নিয়ে থাকছে ‘দ্য পঙ্গেুইনস অব মাদাগাস্কার’।
আরবিসি /২৫ ফেব্রুয়ারি/ রোজি