স্টাফ রিপোর্টার : রাজশাহীর চারঘাট পৌরসভা নির্বাচনে সবকটি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ জন্য সবকটি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি র্যঅব ও বিজিবি মোতায়েন থাকবে।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, আগামী রবিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতীহিন ভাবে চলবে ভোট গ্রহন। ভোট গ্রহন শান্তিপুর্ণ করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। চারঘাট পৌরসভা নির্বাচনের জন্য ১০টি ভোট কেন্দ্রে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। ভোটারদের নিরাপত্তায় প্রতিটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য থাকবে। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে র্যাব ও বিজিবি টহল থাকবে।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, তফসিল ঘোষনার পর চারঘাটে পোষ্টার ছেড়া ও পোষ্টারের ওপর পোষ্টার সাটানোকে কেন্দ্র করে আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ভোটের দিন যাতে করে কেউ কোন ধরণের বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করতে না পারে সেজনই সব কেন্দ্র গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ মোতায়েনসহ বাড়তি নিরাপত্তা থাকবে।
উপজেলা রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সুন্দর পরিবেশে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটের আগে বা পরে কাউকে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না।
চারঘাট পৌরসভায় মেয়র পদে আওয়ামীলীগের একরামুল হক এবং বিএনপির জাকিরুল ইসলাম বিকুল,, কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার মোট ভোটার ৩০ হাজার ১২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ১৮ জন ও নারী ভোটার ১৫ হাজার ১১১ জন।
আরবিসি/২৫ ফেব্রুয়ারি/ রোজি