স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় সর্বশেষ ২০১৯ সালে হালনাগাদ ভোটাররা স্মাটকার্ড পেয়ে আনন্দ প্রকাশ করেছেন। বুধবার উপজেলার আড়ানী পৌরসভা থেকে স্মাটকার্ড পেয়ে অনেকেই এমনটি অভিমত ব্যক্ত করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৯ সালে আড়ানী পৌর এলাকায় হালনাগাদ ভোটারদের জাতীয় পরিচয়পত্র আড়ানী ফুলমুন নেসা বালিকা উচ্চ বিদ্যালয় চত্বর থেকে বিতরণ করা হয়। উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল আলমের মাধ্যমে বুধবার সকালে এ কার্ড বিতরণ করেন। এ সময় প্রত্যেক ভোটারের হাতে একটি করে ফুলের স্টিক তুলে দিয়ে তাদের ভালোবাসা জানান আড়ানী পৌর সভার নব নির্বাচিত সফল মেয়র মুক্তার আলী।
আড়ানী পৌর এলাকার নতুন ভোটার শিউলি , বিথী ও নাজমুল হক বলেন, যারা পুর্বে ভোটার হায়েছে তারা এখন পর্যন্ত স্মাটকার্ড পায়নি। অথচ আমরা গত বছর নতুন ভোটার হয়ে দ্রুত স্মাটকার্ড পাবো এটা স্বপ্নেও কল্পনা করিনি। এজন্য তারা বর্তমান সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
স্মাটকার্ড বিতরণের সময় উপস্থিত ছিলেন আড়ানী পৌর সভার সকল কাউন্সিলরবৃন্দ, সুধীজন ও দলীয় নেতৃবৃন্দ।
আরবিসি/২৪ ফেব্রুয়ারি/ রোজি