• রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:২৫ অপরাহ্ন
শীর্ষ সংবাদ
রাবির ৬ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার, ৩৩ জনের নানা মেয়াদে শাস্তি রাজপাড়া থানার নতুন ভবন উদ্বোধন করলেন আরএমপি পুলিশ কমিশনার উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক পাকিস্তানি চিনি, আলুসহ শিল্পের কাঁচামাল নিয়ে এলো সেই জাহাজ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন রাজশাহীর চারঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫ সার সঙ্কটে রাজশাহীতে ব্যাহত হচ্ছে আলুচাষ, দামও অতিরিক্ত রাজশাহীতে ফের বাস ও সিএনজি চালকের সংঘর্ষ, দুই পক্ষের মীমাংসা স্থগিত কিডনি রোগীর চিকিৎসা আর আইফোন কিনতে ডাকাতির চেষ্টা: পুলিশ তনুর গ্রাফিতিতে পোস্টার সাঁটানো নিয়ে যা বললেন মেহজাবীন

রাজশাহীতে বিপুল পরিমান নকল প্রসাধনী জব্দ

Reporter Name / ৩০২ Time View
Update : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বিপুল পরিমান বিদেশী দামী ব্র্যান্ডের নকল প্রসাধনীসহ একজনকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা। সোমবার বিকেলে (২২ ফেব্রুয়ারি) নগরীর শালবাগান থেকে উদ্ধার করা এসব নকল পণ্যের বাজারমূল্য ১ লাখ ৮৭ হাজার ৪৭৫ টাকা বলে জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তির নাম মো. এহেসানুল হক সোহেল (৩৬)। তিনি কুষ্টিয়া জেলার খোকশা থানার কমলাপুর গ্রামের আঃ হান্নানের ছেলে। তিনি ‘সোজকার মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন’ নামক একটি ভূয়া কোম্পানির জেনারেল ম্যানেজার (জিএম) বলে জানা গেছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) এসব তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মূখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস।

পুলিশ জানায়, নগরীর শালবাগান এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স বন্ধন এন্টারপ্রাইজ। ওই প্রতিষ্ঠান কর্তৃপক্ষের অজান্তে সেখানে বিভিন্নরকম ভেজাল কসমেটিক তৈরি করা হয়, এমন তথ্য জানতে পারে নগর পুলিশের গোয়েন্দা বিভাগ। তারই ভিত্তিতে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান চালায় পুলিশ।
অভিযানে ঘটনার সত্যতা মেলে। ‘সোজকার মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন’ নামক ওই ভূয়া কোম্পানির খোঁজ পাওয়া যায়। কোম্পানিটি বিভিন্ন প্রকারের ভেজাল কসমেটিক তৈরি করতো। রাজশাহী মহানগরসহ দেশের বিভিন্ন জেলায় ডিলারদের মাধ্যমে সেগুলো বাজারজাত করতো। নামিদামি মার্কেট ও শপিংমলগুলোতে উচ্চমূল্যে বিক্রি করা হতো এসব নকল প্রসাধনী। যা ব্যবহারে ক্যান্সারসহ অন্যান্য স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা রয়েছে।

এসময় ওই কোম্পানির জিএম পরিচয়দানকারী মো. এহেসানুল হক সোহেলকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। জব্দ করা হয় ১ লাখ ৮৭ হাজার ৪৭৫ টাকা সমমূল্যের নকল প্রসাধনী।

এ বিষয়ে আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, অবৈধভাবে মানহীন নকল ও ভেজাল প্রসাধনী তৈরি করছিলেন এহেসানুল হক। এজন্য তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

আরবিসি/২৩ ফেব্রুয়ারি/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category