স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌর মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পৌর মহিলা আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার বিকেল ৩ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সালেহা ইমারত মিলনায়তনে পৌর মহিলা লীগের সভাপতি মমতাজ আক্তার বেবীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুনা বিবির পরিচালনায় মুঠোফোনে বক্তব্য রাখেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
এমপি এনামুল হক বলেন, তৃণমূল রাজনীতির হাতকে শক্তিশালী রেখেছে মহিলা আওয়ামী লীগ। আওয়ামী লীগ স্বাধীনতার স্বপক্ষের সংগঠন। সেই সংগঠনের একটা অংশ হচ্ছে মহিলা লীগ। মহিলা লীগ যে কোন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সেই সাথে আওয়ামী লীগের সহযোগি সংগঠন হিসেবে সুন্দর ভাবে কাজ করে যাচ্ছে মহিলা আওয়ামী লীগ। দলীয় প্রার্থীকে বিজয়ী করতে নারী-পুরুষ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বর্তমান সময়ে পুরুষের সাথে মহিলারাও সমান ভাবে ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন। ভবানীগঞ্জ পৌরসভা মহিলা আওয়ামী লীগের উর্বর ভূমিতে পরিনত হয়েছে। শক্তিশালী হয়েছে মহিলা লীগের সংগঠন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিলাদের জন্য বিভিন্ন প্রকার ভাতাসহ সুযোগ সুবিধা প্রদান করছেন। পৌর মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে মহিলা লীগকে সুসংগঠিত হলো। মহিলা আওয়ামী লীগকে শক্তিশালী করতে আওয়ামী লীগের নেতৃবৃন্দদের আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক আব্দুল জলিল মাস্টার, আইন বিষয়ক সম্পাদক মাজেদুর রহমান, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বানু, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি প্রভাষক শাহিনুর খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম হেলাল, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, কাউন্সিলর হাচেন আলী, জেলা পরিষদ সদস্য নার্গিস বেগম, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ লিটন।
প্রথম অধিবেশন শেষে সর্বসম্মতিক্রমে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবীকে সভাপতি, মর্জিনা পারভীনকে সাধারণ সম্পাদক, রেশমী খাতুন, রুনা বিবি এবং শিরিনা আক্তার শিরিকে সহ-সভাপতি, হিনা খাতুনকে যুগ্ম-সাধারণ সম্পাদক, সীমা বিবি এবং ফাইমা বেগমকে সাংগঠনিক সম্পাদক করে ভবানীগঞ্জ পৌর মহিলা আওয়ামী লীগের ৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
সম্মেলনে পৌরসভা এবং প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের সদস্য সহ মহিলা লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
আরবিসি/২৩ ফেব্রুয়ারি/ রোজি