• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন

চারঘাটে শেষ মুহুর্তেও মাঠে নেই বিএনপি, নৌকায় একাট্টা আ’লীগ

Reporter Name / ২৪০ Time View
Update : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : আর মাত্র ৫দিন পরেই রাজশাহীর চারঘাট পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে প্রচার-প্রচারনার শেষ মুহুর্তেও মাঠে দেখা নেই বিএনপির মেয়র প্রার্থী জাকিরুল ইসলাম বিকুলের। অপর দিকে আওয়ামীলীগের দলীয় প্রার্থী একরামুলকে জেতাতে একাট্রা হয়ে মাঠে রয়েছেন তৃনমুল আওয়ামীগ।

প্রতিদিনই বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে করছেন সভা-সমাবেশ। নৌকার গনজোয়ার সৃষ্টি করতে সিনিয়র নেতৃবৃন্দের নেতৃত্বে বিভিন্ন গ্রুপে চলছে প্রচার-প্রচারনা। পাড়া মহল্লায় গিয়ে ভোটারদের কাছে আওয়ামীলীগ সরকারের ক্ষমতাকালের উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করছেন তারা। আওয়ামীলীগ নেতাদের কাছে পেয়ে ভোটাররাও তাদের দুঃখ, দুদর্শার কথা প্রকাশ করছেন। আওয়ামীলীগ নেতারাও ভোটারদের দু:খ, দুর্দশার কথা গুলো শুনে তা সমাধানের আশ্বাস দিচ্ছেন। আওয়ামীগ নেতাদের এমন কৌশলী প্রচার-প্রচারানায় পুরো পৌর এলাকার চায়ের স্টলে ঝড় উঠেছে আওয়ামীলীগের দলীয় প্রার্থী একরামুল হকের বিজয়ের কথা।

সরজমিনে পৌর এলাকার বিভিন্ন পাড়া মহল্লা ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তফসিল ঘোষনার পর থেকে আওয়ামীলীগের দলীয় প্রার্থী একরামুল হক ছাড়াও ভোটের মাঠে প্রচারনায় নেমেছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলামসহ তৃনমুল আ”লীগ। সব ধরনের ভেদাভেদ ভুলে অনেকটা একাট্রা হয়ে দলীয় প্রার্থীর পক্ষে দিন রাত সমান তালে চালিয়ে যাচ্ছেন প্রচারনা। বর্তমান সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে প্রতিটি বাড়ী বাড়ী গিয়ে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করছেন তারা। তাদের প্রচারনায় মুখোড়িত হয়ে উঠেছে পুরো পৌর এলাকা। চায়ের দোকান থেকে শুরু করে মোড়ে মোড়ে চলছে নৌকার জয়গান। ভোর হলেই চায়ের কাপে রিতিমত নৌকার ঝড় উঠেছে চারঘাটে। সেই দিক থেকে নির্বাচণী মাঠে দেখা নেই বিএনপি প্রার্থী বিকুলের।

নাম প্রকাশে অনিচ্ছুক পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দাদের দাবি, নির্বাচনী তফসিল ঘোষনা হলেও বিএনপির মেয়র প্রার্থী বিকুলের প্রচারনা তেমন ভাবে জমে উঠেনি। তার নেতাকর্মীরাও তেমন মাঠে মাঠে নামছে না। দীর্ঘদিন ধরে পৌরসভার মেয়র থাকা কালীন সময়ে পৌরবাসীর কাংখিত সেবা দিতে ব্যার্থ হওয়ায় পৌরবাসী বিকুলের উপর অনেকটা ক্ষুব্ধ রয়েছেন বলে দাবি তাদের। অন্য দিকে তফসিল ঘোষনার আগে থেকে বিভিন্ন পাড়া মহল্লায় দিন রাত সমান তালে চষে বেড়াচ্ছেন আ”লীগ দলীয় মেয়র প্রার্থী একরামুল হক। তার সঙ্গে একত্বতা জানিয়ে মাঠে ময়দানে ভোট প্রার্থনায় নেমেছেন মনোনয়নবঞ্চিত মেয়র প্রার্থী উপজেলা আ”লীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুন ও ছঅত্রলীগের সভাপতি আল মামুন তুষার। এছাড়াও সিনিয়র নেতারা দৌড়াচ্ছেন কাকডাকা ভোর থেকে মধ্য রাত পর্যন্ত।

আওয়ামীলীগের নির্বাচন পরিচালনার জন্য প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পাওয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম বলেন,একরামুল হক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী। একরামুল হক দীর্ঘদিনের পুরনো এবং পরীক্ষিত নেতা। এখন তাকে জিতিয়ে আনাই হবে আমাদের প্রধান কাজ। তাই সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে সকল নেতাকর্মী নৌকার পক্ষে মাঠে নেমেছেন। নৌকার গনজোয়ার সৃষ্টি করতে প্রতিটি পাড়া মহল্লায় চাীলয়ে যাচ্ছে প্রচারনা। অপর দিকে বিএনপির প্রার্থী বিকুলের দাবি আমি মাঠে আছি। প্রচারনা চালিয়ে যাচ্ছি। বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে।

আরবিসি/২২ ফেব্রুয়ারি/ রোজি

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category