স্টাফ রিপোর্টার : ভাষা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় আইইবি রাজশাহী কেন্দ্রে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। রবিবার সকালে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করেন প্রকৌশলীরা। সকাল থেকেই আইইবি রাজশাহী কেন্দ্র প্রকৌশলীদের পদচারণায় মুখরিত হতে থাকে। সমবেত প্রকৌশলীরা কালো ব্যাজ ধারণ করেন। পরে অর্ধনমিত জাতীয় পতাকা ও শোকের প্রতীক কালো পতাকা উত্তোলন করা হয়। এরপরেই শহীদদের স্মরণে প্রভাত ফেরীতে প্রায় শতাধিক প্রকৌশলীর অংশগ্রহন করেন। আইইবি চত্ত্বর থেকে প্রভাত ফেরী ঐতিহ্যবাহী রাজশাহী কলেজস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছে। শোকার্ত পরিবেশে শহীদ মিনারে প্রকৌশল নেতৃবৃন্দ পুষ্পসিক্ত শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন আইইবি রাজশাহী কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী আবুল বাসার, সম্পাদক প্রকৌশলী মোঃ নিজামুল হক সরকার, ভাইস-চেয়ারম্যান (প্রশাসন) অধ্যাপক ড. প্রকৌশলী শামিমুর রহমান, ভাইস-চেয়ারম্যান (একাডেমিক) অধ্যাপক ড. প্রকৌশলী মোঃ আব্দুল আলীম, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিক রহমান, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য ড. প্রকৌশলী এন এইচ এম কামরুজ্জামান সরকার, প্রকৌশলী হাসিবুল হুদা, প্রকৌশলী তারেক মোশাররফ, অধ্যাপক ড. প্রকৌশলী নজরুল ইসলাম মন্ডল, প্রকৌশলী তরিকুল ইসলাম, প্রকৌশলী আব্দুর সাত্তার, প্রকৌশলী জিন্নুরাইন খান, প্রকৌশলী মোঃ শাহীনুল ইসলাম, প্রকৌশলী শেখ কামরুজ্জামান, প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, প্রকৌশলী শ্যাম দত্ত, প্রকৌশলী শোয়াইব মুহাম্মদ শাইখ, প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রকৌশলী মোঃ আসিফ আল আমিন সাফি, প্রকৌশলী মোঃ ওয়াসেক আহমেদ, প্রকৌশলী শাহ আলম, প্রকৌশলী ইকবাল হোসেন সুমন প্রমুখ।
আরবিসি/২১ ফেব্রুয়ারি/ রোজি