আরবিসি ডেস্ক : বালুমহাল ইজারা নিয়ে অবৈধভাবে মাটি চুরির অভিযোগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ইজারাদারকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার ফুলতলা বালুমহালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
বালুমহালটি ইজারা নেয়া প্রতিষ্ঠানের নাম ‘জাহাঙ্গীর অ্যান্ড সন্স’। এটির মালিক রাজশাহীর জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি। গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন নাহার তার বালুমহালে অভিযান চালান। অভিযান শেষে তিনিই জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার জানান, জাহাঙ্গীর অ্যান্ড সন্স বালুমহাল ইজারা নিয়েছে। কিন্তু ইজারাদার অবৈধভাবে নদীপাড়ের মাটি কেটে বিক্রি করছিলেন। এ কারণে বালুমহালটিতে অভিযান চালিয়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। আগামীতেও যদি মাটি কেটে বিক্রি করা হয় তাহলে সেক্ষেত্রে আবার অভিযান চালানো হবে।
আরবিসি/১৯ ফেব্রুয়ারি/ রোজি