স্টাফ রিপোর্টার : ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি পৃথক ভাবে পাকবাহিনীর গুলিতে নির্মমভাবে শহীদ হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর ও রসায়ন বিভাগের শিক্ষক ড. শামসুজ্জোহা এবং ছাত্র ইউনিয়নকর্মী ও রাজশাহী সিটি কলেজের ছাত্র নুরুল ইসলাম খোকা। দিনটিকে শ্রদ্ধাভরে স্মরণ করতে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাজশাহীর বীর মুক্তিযোদ্ধার সন্তানেরা।
বৃহস্পতিবার বেলা ১১ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ ড. শামসুজ্জোহার কবরে এবং পরে টিকা পাড়া গোরস্থানে শহদী নুরুল ইসলাম খোকার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন কনের। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব ও নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহম্মেদ লিমন ও আহ্বায়ক আলিমুজ্জামান সজলসহ বীর মুক্তিযোদ্ধার সন্তান মিল্টন, রাব্বি, সুমন, আসলাম প্রমুখ।
আরবিসি/১৮ ফেব্রুয়ারি/ রোজি