আরবিসি ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় পলিটেনিক ইন্সটিটিউটের দুই শিক্ষার্থী নিহতে প্রতিবাদ ও ট্রাক চালকের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বিকালে বারঘোরিয়া সেতু চত্ত্বরে অবস্থায় নিয়ে এই অবরোধ কর্মসূচি পালন করে শিক্ষার্থী।
এতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ ও শিক্ষার্থীরা জানান, বিকালে পৌনে ৫ টার দিকে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে ক্যাম্পাস থেকে সড়কে অবস্থান নেয় এবং বিক্ষোভ প্রদর্শন করে। প্রায় ৪০ মিনিট ধরে তারা সড়ক অবরোধ করে রাখে।
পরে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষকরা এবং পুলিশ ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের দাবি পুরণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। অবরোধের কারণে দুই দিকে আটকা পড়ে বহু যানবাহন।
সদর থানার পরিদর্শক কবির হোসেন জানান, শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়ার পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে বেলা ১২টার দিকে শহরের রেহাইচর এলাকায় ট্রাকের ধাক্কায় মারা যান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী মিনারুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
পলিটেকনিক ইন্সটিটিউট থেকে বাই সাইকেলযোগে ফেরার পথে একটি ট্রাক ধাক্কা দিলে মারা যান তারা।
আরবিসি/১৮ ফেব্রুয়ারী/ রোজি