রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহীদ ড. শামসুজ্জোহা স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় জোহা হল সংলগ্ন স্ফুলিঙ্গের (জোহা স্মৃতি স্মারক ভাস্কর্য) বেদীতে জোহা হল কর্তৃপক্ষের আয়োজনে এই মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি করা হয়।
মোমবাতি প্রজ্জ্বলন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে জোহা হল প্রাধ্যক্ষ ড. জুলকার নায়েন’র সঞ্চালনায় কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া বলেন, ড. জোহা ছিলেন একটি প্রজ্জ্বলিত শিখা। যার মাধ্যমে আজ অসংখ্য শিখা প্রজ্জ্বলিত হয়েছে। ড. জোহার আদর্শকে আমাদের সকলকে বুকে লালন করতে হবে।
উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, ড. জোহা দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী। ১৯৬৯ সালে ড. জোহার আত্মত্যাগের মাধ্যমে দেশের স্বাধীনতার সংগ্রাম ত্বরান্বিত হয়েছিল। আমি তাঁর অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।
এসময় ড. জোহার অবদানকে রাষ্ট্রীয়ভাবে স্মরণ করতে এই দিনটিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন আলোচকরা।
কর্মসূচিতে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক লুৎফর রহমানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন হল প্রাধ্যক্ষ, জোহা হলের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আরবিসি/১৮ ফেব্রুয়ারি/ রোজি