• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন

রাজশাহী বারের নির্বাচনে আওয়ামীপন্থী প্যানেল ঘোষণা

Reporter Name / ৩৪৭ Time View
Update : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : আগামী ২৫ ফেব্রুয়ারি রাজশাহী এডভোকেট বার এ্যাসোসিয়েশনের নির্বাচন-২০২১ অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীদের প্যানেল গঠন উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে রাজশাহী এডভোকেট বার এ্যাসোসিয়েশন ভবনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সভায় মেয়র বলেন, নির্বাচনে বিজয়ী হতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকলে ঐক্যবদ্ধ থাকলে আগামী ২৫ ফেব্রুয়ারি রাজশাহী এডভোকেট বার এ্যাসোসিয়েশনের নির্বাচনে আওয়ামী পন্থী প্যানেলের প্রার্থীরা নিরঙ্কুশ বিজয় লাভ করবে বলে আশা করি।

মেয়র আরো বলেন, বহুতল বার ভবন নির্মাণ কাজ থমকে আছে। করোনার কারণে প্রকল্পের অর্থ কম ছাড় হচ্ছে। রাজশাহী এডভোকেট বার ভবন নির্মাণ কাজ শুরুর ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ্যাড. মো. ইয়াহিয়া। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, জেলা জজ আদালতের পিপি এ্যাড. মোজাফফর হোসেন, জেলা জজ আদালতের জিপি মঞ্জুজ্জামান মুকুল, এ্যাড. একরামুল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. ইব্রাহিম হোসেন, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মতিউর রহমান, মহানগর দায়রা জজ আদালতের পিপি এ্যাড. মোসাব্বিরুল ইসলাম, এ্যাড. বজলে তৌহিদ আল হাসান বাবলা, এ্যাড. আব্দুল ওহাব জেমস প্রমুখ।

সভায় সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল ঘোষণা করা হয়। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত সভাপতি প্রার্থী এ্যাড. এন্তাজুল হক বাবু, সহ-সভাপতি প্রার্থী এ্যাড. আসির উদ্দিন, এ্যাড. শফিকুল ইসলাম রেন্টু ও এ্যাড. পূর্ণিমা ভট্টাচার্জ, সাধারণ সম্পাদক প্রার্থী এ্যাড. শরিফুল ইসলাম শরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক (সাধারণ) প্রার্থী এ্যাড. মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক (কল্যাণ তহবিল) প্রার্থী এ্যাড. নাজমুল হক মিন্টু।

সম্পাদক হিসাব প্রার্থী এ্যাড. জাহাঙ্গীর আলম, সম্পাদক লাইব্রেরী প্রার্থী এ্যাড. বাবুল হোসেন বাবুল, সম্পাদক অডিট প্রার্থী এ্যাড. সালাউদ্দিন সেলিম, সম্পাদক প্রেস এন্ড ইনফরমেশন প্রার্থী এ্যাড. মিজানুর রহমান বাদশা, সম্পাদক ম্যাগাজিন এন্ড কালচার প্রার্থী এ্যাড. মাজেদুল আলম শিবলী, সদস্য প্রার্থীরা হলেন, এ্যাড. মুঞ্জুর জামান মুকুল, এ্যাড. আসাদুজ্জামান মিঠু, এ্যাড. মলয় কুমার ঘোষ, এ্যাড. আতিকুল আলম সাগর, এ্যাড. আমজাদ হোসেন, এ্যাড. সুমা খাতুন, এ্যাড. রকিবুল হাসান রোকন, এ্যাড. রেজাউল হক ও এ্যাড. আব্দুর রহমান।

আরবিসি/১৭ ফেব্রুয়ারি/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category