• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:১২ পূর্বাহ্ন

সম্মাননা পাবার জন্য কাজ করিনি : মুনতাসীর মামুন

Reporter Name / ৩৫৯ Time View
Update : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

রাবি প্রতিনিধি : প্রখ্যাত ইতিহাসবীদ ড. মুনতাসীর মামুন বলেছেন, ‘সম্মাননা পাবার জন্য আমি কোন কাজ করিনি। মরোণোত্তর পুরস্কার তিরস্কার স্বরূপ। আমি অনেক ভাগ্যবান, কারণ আমি জীবত অবস্থায় এমন সম্মাননা পেয়েছি।’

শনিবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে বাংলাদেশের পঞ্চাশ বছরপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত ‘বাংলাভাষার ইতিহাস চর্চা : মুনতাসীর মামুনের বিচিত্র ভুবন’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। হেরিটেজ আর্কাইভস ও বাংলাদেশ ইতিহাস সম্মিলনী আয়োজিত দিনব্যাপী এই সেমিনারের আয়োজন করে।

সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এই অধ্যাপক আরও বলেন, ‘আমি ছোট্ট এই জীবনে কি করতে পেরেছি জানিনা। তবে যা লিখেছি ক্রোধ থেকে লিখেছি। আমাদের সময়টি ছিলো ক্রোধের, দ্রোহের, যন্ত্রণার, প্রেমের। এই কঠিন সময়ে ভালোবাসার বড্ড অভাব। তবে আমি সবার অনেক ভালোবাসা পেয়েছি। ভালোবাসার চেষ্টা করেছি। মানুষের হাত ধরে রাখলে মানুষ তোমার হাতটি ধরে রাখবে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাজ্জাদ বকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হেরিটেজ আর্কাইভসের প্রতিষ্ঠাতা ড. মাহাবুবর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সাধারণ সম্পাদক চৌধুরী শহীদ কাদের, ইসলামি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু অধ্যাপক শামসুজ্জামান খান।

সেমিনারে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে অন্যদের মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম, প্রক্টর ও ছাত্র উপদেষ্টা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমানসহ সারাদেশ থেকে আগদ ইতিহাসবিদ, মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। দিনব্যাপী এই সেমিনার চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। সেমিনারে পাঁচটি সেশনে বিশ্ববিদ্যালয়ের পাঁচজন অধ্যাপকের সভাপতিত্বে মোট ১২টি প্রবন্ধের উপর ১২ জন আলোচক বক্তব্য রাখবেন।

আরবিসি/১৩ ফেব্রুয়ারি/ রোজি

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category