স্টাফ রিপোর্টার : ইসমাইল হোসেন ইসমী একজন বিশিষ্ট্য লোকহিতৈষী। তার পুরো মনন জুড়ে দেশ-জনতা। ‘দেশ আমাকেকিদিচ্ছে?/ সেটাবিবেচ্য বিষয় নয়/ বরং দেশকে আমি কি দিচ্ছি?/ সেটাই বিবেচ্য বিষয়।’
এমনি দেশ প্রেমিকগণ-মানুযের লেখক ইসমাইল হোসেন ইসমী। সত্য, সুন্দর, মানবিকতা আর সর্বোপরি নৈতিকতা সমৃদ্ধ তার লেখনী। তার হাতে নীতির জয় অনিবার্য। রক্তাক্ত ভালোবাসা এরই এক ধারাবাহিকতা।
গল্পের দুই মূল চরিত্রের একজন শাম্মি এগিয়ে গিয়ে আরেক জন লায়শাকে বলে-তুমি তোমার নিজের কাজের জন্যেই দায়ী। কখনোই তুমি সুরা ইউনুসের চুয়াল্লিশ নাম্বার আয়তটি বোঝার চেষ্টা করনি। আয়াতটি হলো, ‘সৃষ্টিকর্তা মানুষের প্রতি কোনো জুলুম করেন না, মানুষ নিজেরাই নিজেদের ওপর জুলুম করে থাকে। তুমি ওতাই করেছ।’
পুরো কাহিনীটি গড়ে উঠেছে লায়শাকে ঘিরে। উত্তরবঙ্গের ধরমপুর গ্রাম হতে রাজধানী ঢাকা পর্যন্ত তার ব্যাপ্তি। মেধাবী সাজিদ আর ওসি হেলাল খানের হাত ধরে সে আন্ডার ওয়ার্ল্ডেও কুইন হয়ে ওঠা, আর শেষে আইনের নিকট ধরা পড়া-এই তার পরিণতি। বিপরীতে শাম্মিও নির্যাচিত জীবন-যাপনকে মেনে সৃষ্টিকর্তার উপর আস্থা রেখে ধৈর্য ধারণ-তাকে সুখী সুন্দর জীবন পাইয়ে দিয়েছে।
সর্বোপরি নৈতিকতার জয় পুরো আখ্যানটিকে অন্য মাত্রায় উন্নীত করেছে। সাধারণ গণ-মানুষের জন্য এটি আশার সৃষ্টি করবে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আরিফুল হক কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিক, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক জিয়া উদ্দিন আহমেদ জিয়া, সাংবাদিক শ. ম সাজু, পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল আলম, পালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল আলম।
আরবিসি/১২ ফেব্রুয়ারি/ রোজি