• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:৩৪ পূর্বাহ্ন

ভবানীগঞ্জ শিশু শিল্পকলায় মিলনোৎসব

Reporter Name / ৩৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : ‘বদলে যাও, বদলে দাও, একটু বদলাও অনগত ভবিষ্যতের জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার ভবানীগঞ্জ শিশু শিল্পকলা একাডেমীর অগ্রজ ও অনুজ ছাত্র/ছাত্রী সমন্ময়ে স্মৃতিতে শিশু শিল্পকলা একাডেমী ২০২১ উপলক্ষে মিলনোৎসব অনুষ্ঠিত হয়েছে।

এর আগে সকালে ভবানীগঞ্জ বাজারে একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। গতকাল বৃহস্পতিবার দিনভর একাডেমী চত্তরে অনুষ্ঠিত মিলনোৎসব অনুষ্ঠানে মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগমারার সংসদ সদস্য ইঞ্জি এনামুল হক। শিশু শিল্পকলা একাডেমীর অধ্যক্ষ আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, সিনিয়র শিক্ষক আব্দুল রাজ্জাক, বাবলুর রহমান, জাহিদুল ইসলাম, ফাইজা খাতুন, অধ্যক্ষ পত্নী আক্তারুন নেছা সহ একাডেমীর দুইশতাধিক বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

পরে বিকেলে একাডেমীর ছাত্র ছাত্রীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই মিলনোৎসবে দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় সহ সুদূর চীনে অধ্যয়নরত একাডেমীর প্রাক্তন শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। তারা একে অপরকে দীর্ঘদিন পর কাছে পেয়ে আনন্দে আত্মহারা ও আবেগআপ্লুত হয়ে পড়েন। তাদের অনেকে স্মৃতি চারন মূলক বক্তব্য প্রদান করেন। একাডেমীর অধ্যক্ষ আব্দুল জলিল বলেন, আগামীতে আরো বড় পরিসরে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে প্রাক্তন শিক্ষার্থীদের কাছে বর্তমান শিক্ষার্থীরা অনেক কিছু শিখতে ও উৎসাহ লাভ করার সুযোগ সৃষ্টি হবে।

আরবিসি/১১ ফেব্রুয়ারি/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category