আরবিসি ডেস্ক : রাজধানীর শাহ আলী এলাকায় অভিযান চালিয়ে কষ্টিপাথরের মূর্তিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এই অভিযান চালায় র্যাব-৪। র্যাব-৪-এর গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন মিজানুর রহমান ওরফে মিজান (৪০) ও শহিদুল ইসলাম (৪১)।
র্যাব-৪ জানায়, উদ্ধার কষ্টিপাথরের মূর্তিটির ওজন ৩৪ কেজি। দাম প্রায় ১৮ কোটি টাকা।
কষ্টিপাথরের মূর্তি ছাড়াও দুই ব্যক্তির কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করেছে র্যাব।
র্যাব-৪-এর গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি জিয়াউর রহমান বলেন, গ্রেপ্তার মিজানুর ও শহিদুল চোরাকারবারি দলের সদস্য। তাঁরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুর্লভ নিদর্শন সংগ্রহ করে তা দেশের বাইরে পাচার করে আসছিলেন।
চোরাচালানের অভিযোগে মিজানুর ও শহিদুলের বিরুদ্ধে শাহ আলী থানায় মামলা হয়েছে বলে জানায় র্যাব।
আরবিসি/১০ ফেব্রুয়ারী/ রোজি