• রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:১২ অপরাহ্ন
শীর্ষ সংবাদ
রাবির ৬ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার, ৩৩ জনের নানা মেয়াদে শাস্তি রাজপাড়া থানার নতুন ভবন উদ্বোধন করলেন আরএমপি পুলিশ কমিশনার উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক পাকিস্তানি চিনি, আলুসহ শিল্পের কাঁচামাল নিয়ে এলো সেই জাহাজ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন রাজশাহীর চারঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫ সার সঙ্কটে রাজশাহীতে ব্যাহত হচ্ছে আলুচাষ, দামও অতিরিক্ত রাজশাহীতে ফের বাস ও সিএনজি চালকের সংঘর্ষ, দুই পক্ষের মীমাংসা স্থগিত কিডনি রোগীর চিকিৎসা আর আইফোন কিনতে ডাকাতির চেষ্টা: পুলিশ তনুর গ্রাফিতিতে পোস্টার সাঁটানো নিয়ে যা বললেন মেহজাবীন

রাজশাহীতে টিকা নিলেন ১৮ হাজার

Reporter Name / ২৬২ Time View
Update : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগের আট জেলায় করোনা ভ্যাকসিন প্রদান অব্যাহত রয়েছে। এতে করে করোনা ভ্যাকসিন নেয়ার সংখ্যা দিন দিন বাড়ছে। বিভাগের আট জেলায় চতুর্থ দিনে ১৭ হাজার ৯৭১ জনকে করোনার ভ্যাকসিন প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রাজশাহী বিভাগে প্রথম দিনে (রোববার, ৭ ফেব্রুয়ারি) ৩ হাজার ৭৫৭ জনকে ও দ্বিতীয় দিনে (সোমবার, ৮ ফেব্রুয়ারি) ৫ হাজার ৬৪২ জন টিকা প্রদান করা হয়েছে। আর তৃতীয় দিনে (মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি) ১৩ হাজার ১১৪ জনকে ভ্যাকসিন প্রদান করা হয়েছে। চতুর্থদিনে (বুধবার ১০ ফেব্রুয়ারি) ১৭ হাজার ৯৭১ জনকে টিকা প্রদান করা হয়েছে।

হাবিবুল আহসান তালুকদার জানান, বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত রাজশাহী বিভাগে ১৭ হাজার ৯৭১ জন চতুর্থ দিনে টিকা গ্রহণ করেছে। এরমধ্যে পুরুষ ১২ হাজার ৬৮৭ ও নারী ৫ হাজার ২৮৪। রাজশাহী জেলায় ৩ হাজার ৫২। এরমধ্যে পুরুষ ২ হাজার ১১৩ ও নারী ৯৩৯ জন। রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ২ হাজার ১১৭ জন। এরমধ্যে পুরুষ ১ হাজার ৪৬৬ ও নারী ৬৫১।

আরবিসি/১০ ফেব্রুয়ারী/ রোজি

চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৮৫৯। এরমধ্যে পুরুষ ৬৭৬ ও নারী ১৮৩ জন। নাটোর জেলায় ২ হাজার ৮৭। এরমধ্যে পুরুষ ১ হাজার ৪৬৯ ও নারী ৫৯৮ জন। নওগাঁ জেলায় ৩ হাজার ৪১৮। এরমধ্যে পুরুষ ২ হাজার ৪৪৩ ও নারী ৯৭৫ জন। পাবনা জেলায় ১ হাজার ৭৭৩। এরমধ্যে পুরুষ ১ হাজার ১৯৭ ও নারী ৫৭৬ জন। সিরাজগঞ্জ জেলায় ১ হাজার ৫১২। এরমধ্যে পুরুষ ১ হাজার ১৬৬ ও নারী ৩৪৬ জন। বগুড়া জেলায় ১ হাাজার ৯৮৮ । এরমধ্যে পুরুষ ১ হাজার ৩৬৪ ও নারী ৬২৪ জন। জয়পুরহাট জেলায় ১ হাজার ২১৫। এরমধ্যে পুরুষ ৮২৩ ও নারী ৩৯২ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category