স্টাফ রিপোর্টার : জাতীয় বিশ্ববিদ্যালয়ের গত ২০১৭ সালের বিএ (পাস কোর্স) পরীক্ষায় দেশ সেরা কৃতি শিক্ষার্থী রক্সিমা খাতুন ভাইস চ্যান্সেলরস অ্যাওয়ার্ড (স্বর্ণ পদক) পাওয়াতে সংবর্ধনা দেওয়া হয়েছে। রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের পক্ষে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। এর আগে বুধবার বিকেলে জুম অ্যাপসের মাধ্যমে ভিসি তাঁর নাম ঘোষণা করেন।
এ উপলক্ষে বিকেলে ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এরশাদ আলী। অতিথি থেকে বক্তব্য দেন উপাধ্যক্ষ আব্দুস সোবহান, শিক্ষক শহিদুল ইসলাম হেনা, ফরমান আলী, মকলেছুর রহমান মুকুল, রিনা খাতুন, শরিফা খাতুন, আফরোজা খানম রুপা, মেজবাহুল হক, রফিকুল ইসলাম, কামরুন্নাহার প্রমুখ। শেষে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া স্বর্ণ পদক, সনদ ও কলেজ থেকে ক্রেস্ট রক্সিমা খাতুনের হাতে তুলে দেওয়া হয়।
এর আগে জুম অ্যাপসের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সংযুক্ত হন শিক্ষামন্ত্রী দীপু মনি। জাবির উপাচার্য হারুন-অর-রশিদ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষাসচিব মো. মাহবুব হোসেন প্রমুখ, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক।
জাতীয় বিশ্ববিদ্যালয় এবারই প্রথম ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড (স্বর্ণ পদক) চালু করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিষয়ে সেরা ফলা করা ৩০জন শিক্ষার্থী প্রথমবারের মতো এই পদক দেওয়া হয়। এর মধ্যে পাসকোর্সের চারজনকে এই পদক দেওয়া হয়। এর মধ্যে রক্সিমা খাতুনও রয়েছেন।
গত ২০১৭ সালের বিএ (পাস কোর্স) থেকে ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী রক্সিমা খাতুন প্রথম স্থান অর্জন করেছেন। তিনি রাজশাহীর বাগমারা উপজেলার নানসোর গ্রামের কৃষক রিয়াজ উদ্দিনের মেয়ে।
আরবিসি/১০ ফেব্রুয়ারী/ রোজি