• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন

ভর্তি পরীক্ষা দিতে পারবে না সাড়ে ৩ লাখ শিক্ষার্থী

Reporter Name / ২০৪ Time View
Update : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

আরবিসি ডেস্ক : এইচএসসি ও সমমান পরীক্ষার ফলের পর এখন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির তোড়জোর শুরু হয়েছে। এসএসসি, এইচএসসিতে নির্দিষ্ট জিপিএ পেয়ে যোগ্যতা থাকলেও ভর্তি পরীক্ষার সুযোগ বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন শিক্ষার্থীরা।

সংশ্লিষ্টরা জানান, উচ্চশিক্ষার ভর্তি যুদ্ধে নামার আগেই বাদ পড়তে পারেন ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক সাড়ে ৩ লাখ শিক্ষার্থী। মানবিক ইউনিটে প্রাথমিকভাবে এইচএসসির মানবিক বিভাগ থেকে পাস করা ৫ লাখের মতো শিক্ষার্থী ভর্তির আবেদন করতে পারবেন। আর আলিম থেকে পাস করাদের মধ্য থেকে আবেদনের যোগ্য হবেন ৫০ হাজারের কিছু বেশি শিক্ষার্থী। সবমিলিয়ে সাড়ে ৫ লাখের বেশি শিক্ষার্থী

তবে সর্বোচ্চ সংখ্যক ভর্তিচ্ছুকে পরীক্ষার সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সমন্বয়ে গঠিত কমিটির যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ড. মীজানুর রহমান।

সংশ্লিষ্টরা জানান, ২০টি বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদন থেকে যাচাই-বাছাই করা নির্দিষ্ট সংখ্যক প্রার্থীকেই ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার যে সুযোগের কথা বলা হচ্ছে, তাতে বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থীদের তেমন কোন সমস্যা হবে না। অপর দুই গুচ্ছ কৃষি ও প্রকৌশলের ৯টিতে ছাড়াও সব মিলিয়ে আরও ১৯টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন তারা। তাছাড়া মেডিকেল ও ডেন্টাল কলেজেও ভর্তি হতে পারবেন তারা।

অন্যদিকে, এবার ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে দুই লাখ ৪৯ হাজার ৪৪৩ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। এর মধ্যে জিপিএ ৩-এর নিচে পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৪২ হাজার ৬৫০ জন। সে হিসেবে ২০ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় ইউনিটে প্রাথমিকভাবে ভর্তির আবেদন করতে পারবেন। এবার এইচএসসির ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পাস করা দুই লাখের মতো শিক্ষার্থী। সেক্ষেত্রে প্রাথমিক বাছাইয়ে খুব অল্প সংখ্যাক শিক্ষার্থী বাদ পড়বেন।

এ বিষয়ে আলাপকালে অধ্যাপক ড. মীজানুর রহমান জানান, আমরা চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোয় কীভাবে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া যায়, সে চেষ্টা আছে। গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা সীমিত। যেভাবে পরীক্ষা নেব আমরা, এতে হয়তো বিজ্ঞান বিভাগের সব শিক্ষার্থী পরীক্ষায় বসতে পারবে না। আগের ভর্তি পরীক্ষায় দেখেছি, সাধারণত জিপিএ-৫ ছাড়া বিজ্ঞান বিভাগে ভর্তির সুযোগও পায় না অনেক শিক্ষার্থী।

আরবিসি/০৮ ফেব্রুয়ারী/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category