• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন

ধামইরহাট সীমান্ত থেকে ৬ চোরাকারবারী আটক

Reporter Name / ৩৩৮ Time View
Update : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১

ধামইরহাট প্রতিনিধি: নওগাঁর নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ছয় চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার উমার ইউনিয়নের অন্তর্গত চকিলাম বিওপির অধীনে দুর্গাপুর সীমান্ত মাঠ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো সাদিকুর ইসলাম (১২), শরিফুল ইসলাম (৩৬), রফিকুল ইসলাম (৩৫), আসলামউল ইসলাম (২৭), জুয়েল রানা (৩০) জাহাঙ্গীর আলম (২৭)। সকলের বাড়ী উপজেলার উমার ইউনিয়নের অন্তর্গত দুর্গাপুর গ্রামে।

১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম নাদিম আরেফিন সুমন, পিএসসিজি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে চকিলাম বিওপির নায়েব সুবেদার জসিম উদ্দিনের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্তে ২৫৬/৩- এর নিকট থেকে ৬ জনকে আটক করেন। জিজ্ঞাসাবাদে তারা অবৈধ পথে ভারতে প্রবেশের কথা স্বীকার করেন।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ আবদুল মমিন বলেন, বিজিবি বাদী হয়ে থানায় আসামীদের বিরুদ্ধে ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আইনের ১১(১) (ক) ধারায় মামলা দায়ের করেছে। আসামীদের নওগাঁ কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

আরবিসি/০৭ ফেব্রুয়ারি/ রোজি

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category