আরবিসি ডেস্ক : চৌদ্দ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে। দিবসটির সাতদিন আগে থেকেই শুরু হয় ভালবাসার সপ্তাহ। আর সপ্তাহের প্রথম দিনটিই ‘রোজ-ডে’। অর্থাৎ আজ গোলাপ উপহার দেওয়ার দিন।
করোনা পরিস্থিতির কারণে দিনটি উচ্ছাস ও উৎসবে বরণের সুযোগ নেই। তবু দিনটিতে গোলাপ উপহার দিয়ে প্রিয়জনের হাসিমুখ দেখার সুযোগ হাতছাড়া করতে চাইবেন না অনেকেই। কারণ, ভালোবাসার ফুল গোলাপ। ভালবাসার ভাষা বুঝতে ও বোঝাতে পারে গোলাপ। তাই উপহার হিসেবে গোলাপেরই চাহিদা এখন সবার উপরে। প্রেমিক-প্রেমিকা বা যে কোনও প্রিয়জন একটি গোলাপ উপহার দিয়েই কিনে নিতে পারেন কোটি টাকার ভালবাসা।
বাংলাদেশের মানুষ দিবসটি ক’বছর ধরেই বেশ উচ্ছাসের সঙ্গেই পালন করছে। গোলাপের ব্যবহার এখন সব শুভ উদ্যোগেই দেখা যায়। আর এজন্যই গড়ে উঠেছে বিশাল বিশাল বাগান। বানিজ্যিকভাবে চাষ হচ্ছে গোলাপের। বিকিকিনি হচ্ছে কোটি কোটি টাকার গোলাপ।
গোলাপ নানা রঙের হয়। সব রঙের গোলাপেরই আছে মন কেড়ে নেওয়ার সক্ষমতা। লাল, হলুদ, সাদা, গোলাপি সব রঙের গোলাপেরই রয়েছে ভিন্ন ভিন্ন আবেদন ও ভাষা।
আরবিসি/০৭ ফেব্রুয়ারি/ রোজি