স্টাফ রিপোর্টার : ঘরে ঘরে নিরাপদ পন্য পৌছে দেওয়ার অঙ্গিকার নিয়ে রাজশাহীতে যাত্রা শুরু করলো অনলাইন অ্যাপ ভিত্তিক মার্কেটিং ‘আই কি শপ’। শনিবার দুপুরে নগরীর রানীবাজার মুন্সিডাঙ্গায় আনুষ্ঠানিক এ শপের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ ও নগরীর ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু। এসময় বিশেষ অতিথি ছিলেন ২০ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম। তারা কেক কেটে ‘আই কি শপ’র শুভ সূচনা করেন।
সূচনালগ্নের অনুষ্ঠানে আই কি শপের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুজ্জামান উজ্জল. কর্মকর্তা. কর্মচারি. সাংবাদিক. ব্যবসায়ী ও বিশিষ্ট অনুরাগীরা উপস্থিত ছিলেন।
মাসিক বাজারের এই অনলাইনে গ্রাহক তার চাহিদামত পণ্যের অর্ডার করতে পারবে নির্ধারিত অ্যাপে। তবে সর্বনিম্ন ২০০০/ টাকার আর্ডার হতে হবে। আই কি শপ সূত্র জানায়. অর্ডারের ২৪ ঘন্টার মধ্যে গ্রাহককে তার নিদিষ্ট ঠিকানায় পণ্য পৌঁছে দেয়া হবে এবং এর জন্য বাড়তি কোন ফি দেয়া লাগবে না।
আরবিসি/০৬ ফেব্রুয়ারি/ রোজি