স্টাফ রিপোর্টার : বাগমারায় পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামের গোলাম হোসেন স্থানীয় স্কুলের পাশের ইজারা নেওয়া পুকুরে জাল নিয়ে মাছ ধরতে যায়।
এসময় জালের সঙ্গে ভারি কিছু আটকা পড়ে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় সেখান থেকে পালসার ১৫০ সিসির একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, কালো রংয়ের মোটরসাইকেলটি কিছুদিন ব্যবহার করা হয়েছে। মোটরসাইকেলের সিটটি ভবানীগঞ্জের কৃষি ব্যাংকের সামনে তহুরা গদি ঘর থেকে মোড়ানো রয়েছে। এতে ধারণা করা হচ্ছে এলাকার কারোর মোটরসাইকেল চুরি বা ছিনতাই করা। সেটি সামলাতে না পেরে অপরাধীরা পুকুরের পানিতে ডুবিয়ে রেখেছিল। গত তিন মাসে ভবানীগঞ্জ বাজার থেকে ৮-১০টি মোটরসাইকেল চুরি হয়েছে। তবে এখনো মোটরসাইকেলের মালিকের সন্ধান পাওয়া যায়নি। মোটরসাইকেলের নিবন্ধন বা নম্বর প্লেট ছিল না।
বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করেছে। কীভাবে মোটরসাইকেলটি সেখানে আসল তা খতিয়ে এবং প্রকৃত মালিককে খোঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।
আরবিসি/০৫ ফেব্রুয়ারী/ রোজি