আরবসিি ডস্কে : জাতীয় সংসদ, পৌরসভা কিংবা ইউপি নির্বাচন নয়, উত্তরবঙ্গের সীমান্তঘেঁষা জয়পুরহাটের পাঁচবিবিতে বণিক সমিতির নির্বাচনকে ঘিরে প্রচারণায় চলছে প্রার্থীদের নানা কৌশল।
নির্বাচন উপলক্ষে ব্যবসায়ীদের মধ্যে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ। ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন কৌশলে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। পাঁচবিবি বাজারের অলি-গলিতে প্রার্থীদের ব্যানার, পোস্টার আর ফেস্টুনে ছেয়ে গেছে। ভোটারদের আকৃষ্ট করতে এক প্রার্থী গরুর গাড়ি নিয়ে প্রচারণায় নেমেছেন। অন্য প্রার্থীরাও দিনরাত একাকার করে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। প্রার্থীদের প্রচারণার কৌশল ভোটারদের পাশাপাশি এলাকাবাসীর মনে কৌতূহলের সৃষ্টি করেছে।
পাঁচবিবি বণিক সমিতির নির্বাচনে সহ-দপ্তর সম্পাদক পদে নির্বাচন করছেন নাজমুল ইসলাম সোহাগ। তিনি বলেন, ‘আমি গরুর গাড়ি প্রতীক নিয়ে এবারে নির্বাচন করছি। ভোটারদের দ্বারে দ্বারে গরুর গাড়ি নিয়ে যাচ্ছি। ব্যাপক সারা পচ্ছি। এতে এবারের নির্বাচনে আমিই বিজয়ী হবো বলে আমার বিশ্বাস।’
বণিক সমিতির ভোটার ব্যবসায়ী বাসু সাহা, আবুল কালাম বলেন, ‘প্রার্থীরা ভোটারদের মন জয় করতে প্রচারণায় বিভিন্ন কৌশল ব্যবহার করছে। ব্যবসায়ীদের সুখে দুখে পাশে থাকবে সবসময় এমন প্রার্থীকেই আমরা ভোট দিবো।’
তিন বছরের জন্য পাঁচবিবি বণিক সমিতি নির্বাচনে (ভরত-হাবিব) ও (মিজান-নাদিম) দুই প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট ২০টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪১ জন। আগামীকাল ৬ ফেব্রুয়ারি এ নির্বাচনে ১ হাজার ২৯ ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।
গ্রান্ড ফুড চাইনিজ হোটেলের স্বত্বাধিকারী অবসরপ্রাপ্ত সমবায় অফিসার তাজ হোসেন প্রধান নির্বাচন কমিশনার এবং আইডিয়াল কম্পিউটার ট্রেনিং সেন্টারের মালিক মো. জুয়েল হোসেন ও দিশি ফার্মের প্রোপ্রাইটার রাব্বি চৌধুরী নির্বাচনে সহকারী কমিশনারের দায়িত্ব পালন করছেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, নির্বাচনে যেন আইনশৃঙ্খলার অবনতি না ঘটে সেদিকে খেয়াল রাখা হচ্ছে।
আরবসি/ি ০৫ ফব্রেুয়ারি / রোজি