আরবিসি ডেস্ক : শুরুটা করেছিলেন নেইমার। প্যারিস সেন্ত জার্মেইর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পরের মৌসুমে লিওনেল মেসির পাশে আবারও খেলার ইচ্ছা প্রকাশ করেন। তাতেই গুঞ্জন ওঠে, আগামী জুনে বার্সার সঙ্গে চুক্তি শেষ হলে প্যারিসে যাচ্ছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এরপর নতুন কোচ মাউরিসিও পচেত্তিনোও তাকে নিয়ে আগ্রহ দেখান। বাদ যাননি পিএসজির উধ্র্বতন কর্মকর্তাও। সবশেষ মেসির জাতীয় দলের সতীর্থ আনহেল দি মারিয়াও আশা প্রকাশ করলেন মেসিকে পাওয়ার। আর আর্জেন্টাইন প্লে মেকারের মন্তব্যে চটেছেন বার্সা কোচ রোনাল্ড কোমান।
মেসিকে নিয়ে এক প্রশ্নের মুখে পচেত্তিনো বলেছিলেন, ‘বিশ্বের যে কোনও দারুণ খেলোয়াড়কে পেতে চায় পিএসজি।’ একই কথা শোনা যায় স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোর কাছ থেকেও। গত মাসে ফ্রান্স ফুটবলকে তিনি বলেন, ‘মেসির মতো সেরা খেলোয়াড়রা সবসময় পিএসজির তালিকায় থাকবেন। কিন্তু এখন এ নিয়ে কথা বলার সময় নয়, এমনকি এটা নিয়ে স্বপ্নও দেখা যাবে না।’
গতকাল বুধবার লিগ ওয়ানে নিমেসের বিপক্ষে ৩-০ তে পিএসজির জয়ের পর গোলদাতা দি মারিয়া তার চুক্তি নবায়ন নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে মেসির পার্ক দে প্রিন্সেসে আসার সম্ভাবনাও দেখতে পাচ্ছেন আগামী জুনে চুক্তি শেষ হওয়া এই আর্জেন্টাইন, ‘পিএসজির সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে আশাবাদী আমি। হ্যাঁ, আমিও অনেক সম্ভাবনা (মেসির পিএসজিতে আসা নিয়ে) দেখতে পাচ্ছি। আমাদের শান্ত থাকতে হবে।’
মেসিকে নিয়ে এই মন্তব্যের প্রতিক্রিয়ায় কোমান ক্ষোভ প্রকাশ করেছেন। কোপা দেল রেতে গ্রানাডার বিপক্ষে ৫-৩ গোলের রোমাঞ্চকর ম্যাচ জেতার পর বার্সা কোচ বললেন, ‘এটা ঠিক নয়। আমি মনে করি না যে খেলোয়াড় এখনও আমাদের, তাকে নিয়ে কথা বলা বার্সার জন্য সম্মানজনক। পিএসজি থেকে অনেক লোক লিওকে নিয়ে বেশি কথা বলছে, সে তো এখনও বার্সার হয়ে খেলে।’ চ্যাম্পিয়নস লিগে আসন্ন শেষ ষোলোর লড়াইকে ইঙ্গিত করে কোমান বলেছেন, ‘মনে হয়, চ্যাম্পিয়নস লিগের ম্যাচের ঝাঁজ বাড়ানোর চেষ্টা চলছে।’
আরবিসি/০৪ ফেব্রুয়ারী/ রোজি