আরবিসি ডেস্ক : চাঁদপুরের ফরিদগঞ্জে প্রেমিকার উদ্দেশে চিঠি লিখে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শামিম হোসেন সরকার (১৫) নামে এক কিশোর আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার গভীর রাতে পৌর এলাকার সরকার বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত কিশোর পৌর এলাকার পশ্চিম বড়ালী গ্রামের আবুল বাশার সরকারের ছেলে। সংবাদ পেয়ে থানা পুলিশ বৃহস্পতিবার লাশ উদ্ধার করেছে।
জানা যায়, শামিম তার প্রেমিকাকে উদ্দেশ করে নিজ ফেসবুক আইডিতে স্ট্যাটাসে লেখে ‘আজ তুমি আমায় ছেড়ে চলে গেলে, আমিও চলে যাব অনেক দূরে, পারলে ক্ষমা করে দিও’।
এছাড়া চিঠিতে লেখে ‘কী দরকার ছিল একটা জীবন নষ্ট করার, অভিনয়ের কী দরকার ছিল! হে আমি মরে গেলে মানুষ ওকে নিয়ে হাসবে। কারণ বলবে যে তোর কারণে একটা ছেলে মারা গেছে, যে ওকে দেখবে সেই বলবে। আমি মন দিয়ে ভালোবেসেছি। আর ও আমার সাথে বেইমানি করতে পারলো, আর বলবে আমার মরা দেহটা দেখে যেতে একবারের জন্য দয়া করে।’
এই রকম চার পাতার চিঠি লিখেছে শামিম হোসেন সরকার। প্রেমিকার কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে বুধবার রাতে প্রেমিকার উদ্দেশে নিজ হাতে চিঠি লিখে এবং নিজ বাড়ির ছাদে হাত কেটে রক্ত দিয়ে প্রেমিকার নাম ও মুঠোফোন নম্বর লিখেছে। পরে পাশের ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর প্রেরণ করা হয়েছে।
আরবিসি/০৪ ফেব্রুয়ারী/ রোজি