আরবিসি ডেস্ক : বৈদিক মতে বুধবার সারাজীবনের জন্য ওম সাহানির সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন মিমি দত্ত। এই মত অনুসারে বিয়েতে কন্যাদানের প্রচলন নেই। ফলে ওম-মিমির বিয়েতে হয়নি কন্যাদান। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
কুশণ্ডিকা, লাজহোম, সপ্তপদী গমন, পাণিগ্রহণ, ধৃতিহোম ও চতুর্থীহোম- এসব নিয়ম মেনে ওম-মিমির চার হাত এক করেন নারী পুরোহিত নন্দিনী ভৌমিক। কলকাতার ক্লাব ভার্দে ভিস্তায় কনে মিমি লাল টুকটুকে বেনারসিতে সাজেন, ওদিকে টোপর মাথায় ছাতনাতলায় বসেন ওম।
বিয়েতে উপস্থিত ছিলেন পরিচালকদ্বয় শিবপ্রসাদ রায় ও নন্দিতা রায়ও। দেখা যায় আরও টেলিতারকাদেরও। সন্দীপ্তা সেন, মানালি দে ও অভিমন্যু মুখার্জি, দেবপর্ণা চক্রবর্তী, সায়ন্তনী গুহঠাকুরতা, চুমকি চৌধুরি, দেবযানী চট্টোপাধ্যায়-সহ আরও অনেকেই।
আরবিসি/০৪ ফেব্রুয়ারী/ রোজি